রাজশাহীতে আনসার-আল ইসলামের দুই জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পুরাতন সিঅ্যান্ডবি ঘাট এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে আবদুর নূর ওরফে মাসুদ (১৯) এবং একই এলাকার সেতাব উদ্দিনের ছেলে সানোয়ার জাহান ওরফে ফরহাদ (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জঙ্গিবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
