চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তভুক্ত ১নং ওয়ার্ডে রেল স্টেশনের কলাপট্টিতে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ(শুক্রবার ১৪ আগষ্ট)
রাতে শহরস্থ রেলস্টেশন কলাপট্টি জৈনক আজগর আলীর দোকানের সামনে একটি ককটেল বিষ্ফোরনের ঘটানা ঘটে, মফিজুল ইসলাম গ্রুপ ও দুরুল হুদা গ্রুপ এর মধ্যে দোকান নিয়ে ও রেলওয়ের জয়গা নিয়ে বিরোধ ছিলো। ধারনা করা হচ্ছে এরই জের ধরে ককটেল বিষ্ফোরন হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়এলাকায় পুলিশ টহল জোদ্দার করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।কেউ আহত নিহত হয়নি।
