করোনা ভাইরাসের প্রদূর্ভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪৪জন প্রতিবন্ধীকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।
৩০ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আমার চাঁপাই'র নিকট জেলা প্রশাসন থেকে আশা এক বিজ্ঞপ্তি জানানো হয়,এছাড়াও জেলার ৫ উপজেলার ১০জন করে মোট ৫০জন
প্রতিবন্ধী ব্যাক্তি ২হাজার টাকা করে মোট ১লাখ টাকা উপজেলার নির্বাহী অফিসারদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও,করোনা সংক্রমণের কারনে ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন ব্যক্তিদের আর্থিক সাহায্যের আবেদনের প্রেক্ষিতে ১৪ জন আবেদনকারীকে ৪৮ হাজার টাক।,এবং ক্ষতিগ্রস্ত ২৭ জন মেধাবী শিক্ষার্থীদের কে ২হাজার টাকা করে মোট ৫৪হাজার টাকা সহ সর্বমোট ১লাখ ২হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
অর্থিক সহায়তাকালে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক এজেডএম নুরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজিকির উজ-জামান,মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনসহ অনান্যরা।
