চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ভারতীয় বিড়িসহ ৫জনকে আটক করেছে র্যাব-৫(সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ)
আটককৃতরা হলো,শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর এলাকার মৃত পেশকার আলীর ছেলে মজিবর(৪৫)নওগাঁ জেলার নিয়ামতপুর থানর রাুলপুর চোবাপাড়া এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে আঃখালেক(৬৫),নাচোল উপজেলার মোহাম্মদ পুর এলাকার মৃত ওছির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫০),নাচোলের বিশাল পুর এলাকার খিতিশ বর্মন ছেলে শ্রী ধলপতি বর্মন (৩০),নাচোলের ভাতশা গোবিন্দপির এলাকার আঃরাজ্জাকের ছেলে নুর আলম(৩০) এ ৫জনকে হাতে নাতে আটক করে।
র্যাব-৫ আমার চাঁপাইকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতপ জানায়,র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ৩০ জুলাই দুপুর আনুমানিক ১টায় জেলার নাচোল উপজেলার রাজবাড়ী গ্রামস্থ রাজবাড়ী হাটের কলাহাটী বটতলায় অভিযান পরিচালনা করে।
র্যাবের অভিযান কালে, ভারতীয় তৈরি বিড়ি-৬৭,০০০(সাতষট্টি হাজার) পিচ মূল্য আনুমানিকঃ ৩৩,৫০০(তেতত্রিশ হাজার পাঁচশত) টাকা,মোবাইল সেট-০৫টি, সীমকার্ড-০৬টি,মেমোরী কার্ড-০১টি এবং নগদ-৩৩,০০০/- (তেতত্রিশ হাজার) টাকা জব্দ করে।তাদের নামে মামমা করা হয়েছে।

