Jul 27, 2020

পানি নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়ায় ধসেগেলো মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আমলাইন গ্রামে একটি মাটি দিয়ে তৈরী ওয়াক্তিয়া মসজদি ছিলো।বর্ষায় পানিতে বিলিন হলো মসজিদ টি।


রাস্তার ধারে দীর্ঘদিন পানি জমে থাকায়,মাটির তৈরী মসজিদটি ধসে গেলো।

স্হানীয়রা বলে,রাস্তার বাজে অবস্থার জন্য অল্পবৃষ্টিতেই রাস্তার ধারে হাটু ভর্তি পানি জমে যায় ,এতে রডে উপর দিয়ে পানি গড়িয়ে যাওয়াই রাস্তাটির কিনারা গুলো ধ্বসে বেহাল অবস্থায় রূপ নিয়েছে, যা যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা ও বিপজ্জনক এর সৃষ্টি হয়েছে।

আবুল কালাম বলেন,আমি মসজিদের ৫ওয়াক্ত নামাজ পড়তাম এরকম ২০টি পরিবার নামাজ পড়তাম,অর্থিক অভাবে কোনরকমে চালদিয়ে আল্লাহ-বিল্লাহ করতাম,এখন সেটাও বিলিন হয়ে গেলো।

ফতেপুর ইউনিয়ের চেয়ারম্যান বলেন,আমি বিষয়টি জানিনা তবে সেখানে গিয়ে আমি সরজমিনে পরিদর্শন করে একটা ব্যবস্থা করে দিয়ে আসবো।

নাচোল উপজেলা নির্বাহী অফিসারকে,একাধিকার মুঠোফনে কল করলে পাওয়া যায়নি।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com