Jul 26, 2020

চাঁপাইনবাবগঞ্জে করোনার রিপোর্ট নিয়ে গড়মিল

চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্তের রিপোর্ট নিয়ে গড়মিল শুরু হয়েছে বলে জানিয়েছেন সচেতন মহলের ব্যাক্তিবর্গরা।

হাসান আলী নামে একজন আমার চাপাইকে জানায়,গত২৫ তারিখ রাতে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখি আজ চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্ত ৯জন,আবার দেখি ৫৮ জন,আবার দেখি ৬০জন,আবার সিভিল সার্জনের বরাত দিয়ে জেলার অনলাইন পোর্টালগুলো  বলছে ৭০জন,আবার দেখি ৮৪জন,আসলেই কোন টা সঠিক।বিভ্রান্তিতে জেলার মানুষ।


তিনি আরো বলেন,স্হানীয় কিছু অনলাইন পোর্টালে লিখা আছে,"রাজশাহী ও ঢাকা থেকে আসা করোনা টেস্ট রিপোর্ট এ চাঁপাইনবাবগঞ্জে একদিনে রেকর্ড পরিমান ৭০ জন পজিটিভ হয়েছেন।"আসলেই কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝা মুসকিল হয়ে পড়েছে।

আমার চাঁপাইকে বিশ্বস্ত সুত্র জানায়,চাঁপাইনবাবগঞ্জে গতকাল ২৫ জুলাই করোনায় আক্রান্ত হয়েছে ৮৪জন।মোট জেলায় আক্রান্ত ৪১৬জন।

এবিষয়ে সিভিল সার্জন বলেন,আমরা প্রথমে ৭০জনের রিপোর্ট পেয়েছিলাম তাই বলেছি ৭০জন।এখন ৮৪জন আক্রান্ত।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com