Jul 25, 2020

চাঁপাইনবাবগঞ্জে করোনায় প্রান হারালো ৩জন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মোট ৩জনের মৃত্যু হয়েছে বলে আমার চাঁপাইকে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।


চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য বিভাগ জানায়,গতকাল (শুক্রবার) রাত ৯টায় শেরে-বাংলানগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে আশা ৫৬ জনের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে।তার মধ্যে 
২৩ জুলাই করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রফিকুল ইসলামের(৫৫) পজেটিভ রিপোর্ট আসে।

বিশ্বস্ত সুত্র জানায়,চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী সংক্রামক ব্যাধি(আইডি) হাসপাতালে রোগীর মৃত্যু হয় মৃতব্যক্তি শিবতলা এলাকার রফিকুল ইসলামের(৫৫)।

সুত্র আমার চাঁপাইকে জানায়, ২৩ জুলাই সকাল সাড়ে ৭টায়  চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী সংক্রামক ব্যাধি(আইডি) হাসপাতালে মৃত্যু বরণ করেন।উক্ত রোগী ২২জুলাই সন্ধা সাড়ে ০৬টায়  ঘটিকায়  করোনা উপসর্গ(জ্বর ও শ্বাসকষ্ট) জনিত সমস্যা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মাধ্যমে রাজশাহী সংক্রামক ব্যাধি(আইডি) হাসপাতালে ভর্তি হন সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।মৃতের মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে cardio respiratory failure due to suspected covid-19 উল্লেখ করা হয়েছে।

উল্লেখ এই যে,১৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৩জন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com