চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে ৩১ তারিখ শুক্রবার সদর উপজেলায় ২টি,শিবগঞ্জ উপজেলায় ১টি মোট ৩টি মাসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বস্ত সুত্রে জানাযায়,সৌদি আরবের সাথে মিল রেখে জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোলা জামে মসজিদে মাওলানা আবুল কালাম আজাদের ইমামতিতে সকাল ৮টায়,ও দেবীনগর বাগানপাড়া জামে মসজিদে মাওলানা কাউছার আলী আজাদের ইমামতিতে সকাল ৮ টায় ১৩০ থেকে ১৫০ জন মুসল্লি নিয়ে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইমমা আলী আজাদ আমার চাঁপাইকে জানায়, হ্যাঁ যে বিষয়টি শুনেছেন সেটি সত্য আমরা হাতেগনা কটা বছর থেকে সোদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ সম্পূর্ণ করি।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘি জামে মসজিদে মাওলানা মোজাম্মেল হকের ইমামতিতে সকাল সাড়ে ৭টায় ৬০থেকে ৭০ জন মুসল্লি নিয়ে
ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে
জেলা ইসলামী ফাউন্ডেশন আমরা চাঁপাইকে বলেন,হ্যাঁ এটা আমরা অবগত আছি।স্বাসবিধিমেনে সংশ্লিষ্টতদের ঈদের নামাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে।

