চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নলডাঙ্গা এলাকা হতে টয়লেট থেকে ভর্তি ৩বস্তা ৫২০ বতোল ফেন্সিডিলসহ একজনকে হাতেনাতে আটল করে র্যাব-৫।
আটককৃত ব্যক্তি হলো,শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মৃত আজহার আলীর ছেলে সাদ্দাম হোসেন।
র্যাব-৫ আমার চাঁপাইকে দেওয়া এক প্রেসনোটে জানায়,সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক
ব্যবসায়ীদের গ্রেফতার সহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা
পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৩১ জুলাই
রাত্রি আনুমানিক ১টায় চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা
গ্রামস্থ ধৃত আসামীর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে
আসামীর টয়লেট হতে ০৩টি সাদা বস্তায় আমদানী নিষিদ্ধ ভারতী ফেনসিডিল- ৫২০ বোতল সহ শীর্ষ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
র্যাব জানায়,এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।এঘটনায় উল্লেখিত থানায় মামলা করা হয়েছে।
