Jul 28, 2020

ছাত্রলীগ নেতার বাড়িতে অবিবাহিতা তরুণী

পাবনার জেলার সুজানগর উপজেলাট চরভবানীপুর গ্রামে বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে ৫ দিন ধরে অনশন করছেন এক তরুণী (১৭)।ছাত্রলীগ নেতা আলী রেজা গত শুক্রবার (২৪ জুলাই) ওই তরুণীকে বিয়ের কথা বলে তাদের বাড়িতে ডেকে আনেন।



কিন্তু বাড়ির লোকজনের চাপে রেজা আত্মগোপন করেছে বলে তরুণীর পরিবারের অভিযোগ। বিয়ের আগে রেজার পরিবার ওই তরুণীকে ঘরে ঠাঁই দিতেও রাজি নয়। এতে উভয় সংকটে পড়ে ওই তরুণী বিয়ের দাবিতে অনঢ় থেকে শুক্রবার থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন।

প্রেমিক ছাত্রলীগ নেতা আলী রেজা সুজানগর উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।ও আনছের আলী মন্ডলের ছেলে।


স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ছাত্রলীগ নেতা আলী রেজার সাথে পাবনা সদর উপজেলার সুখচর গ্রামের ওই তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে।

তরুণীর স্বজনরা জানান, পারিবারিক চাপেই আলী রেজা আত্মগোপন করেছেন। তারা জানান, এখন আলী রেজার পরিবারের কোনো কোনো ব্যক্তি অর্থের বিনিময়ে মিমাংসার প্রস্তাব দিচ্ছেন। কেউ কেউ হুমকিও দিচ্ছেন। তারা বলেন, মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই তারা আর ওই তরুণীকে বিয়ের আগে ঘরে তুলতে রাজি নন।

এ ব্যাপারে প্রেমিক আলী রেজার চাচা বলেন পুলিশকে বলা হয়েছে।সুজানগর থানা পুলিশের ওসি (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, বিষয়টি তাদের জানা নেই। তারা কোনো লিখিত অভিযোগও পাননি।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com