Jul 28, 2020

আওয়ামীলীগের মেম্বার হালমা করলো চেয়ারম্যানের বাড়িতে

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় উচিৎপুরা ইউনিয়নের আওয়ামীগের চেয়ারম্যান নাজিম উদ্দিন ও মেম্বার মোহাম্মদ আলীর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।এতে আহত হয়েছে ৮ জন।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ইউনিয়নের আতাদী গ্রামে এঘটনা ঘটে।


জানা যায়, সোমবার (২৭ জুলাই) উচিৎপুরা ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন মোল্লার ভাতিজা আশিককে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলীর ভাতিজা সবুজ মারধর করেন। পরে মঙ্গলবার সকালে ওই ঘটনার বিচার চাইতে চেয়ারম্যানের লোকজন মেম্বার মোহাম্মদ আলীর বাড়িতে যান।

সেখানেই তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মেম্বারের লোকজন চেয়ারম্যনের লোকজনকে ধাওয়া দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে মেম্বারের লোকজন চেয়ারম্যানের বাড়িতে গিয়ে হামলা চালায়। শেষমেশ খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ আমরা পাইনি।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com