Jul 28, 2020

মাকে বঁটি দিয়ে কুপিয়ে মারল ছেলে

টাকা না পেয়ে মাকে বঁটি দিয়ে কুপিয়ে মারল ছেলেটাঙ্গাইলের মির্জাপুরে মাদক কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের মাকে খুন করেছেন মাদকাসক্ত ছেলে। এলাকাবাসীর সহযোগিতায় মাদকাসক্ত ছেলে মহর আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে মা ময়সুন্দুরীকে (৭৫) বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে মহর।

এলাকাবাসী জানান, মহর আলী দীর্ঘদিন ধরে নেশা করেন। তার বাবা আবদুল মজিদ কয়েক বছর আগে মারা গেছেন। তাদের অভাবের সংসার। সকালে মহর আলী মায়ের কাছে টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি মাকে বঁটি দিয়ে মাথার পেছনে ও কানে কোপ দেন। এতে ঘটনাস্থলেই ময়সুন্দুরী মারা যান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ওই যুবক মস্তিষ্ক বিকৃত বলে তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com