May 16, 2020

ইফতারির পর-পরই সেহরী

চলছে রজমান মাস।

প্রাপ্তবয়স্ক মুসলমানদের উপর রোজা রাখা ফরজ।সময় ও দূরত্বের কারনে কিছু কিছু দেশে দীর্ঘ বা ছোট হয়ে থাকে।

তেমনি এ ঘটনা ঘটে ফিনল্যান্ডের উওর দিকের বৃহওম শহরে উলুুুতে,তাদেরকে প্রায় ২২ ঘন্টা ৫৩মি রোজা রাখতে হয়।যা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘ তম রোজা হয়।

আর অন্যদিকে সবচেয়ে কম সময় মোট সাড়ে ১০ ঘন্টা রোজা রাখতে হয় আর্জেন্টিনা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com