May 16, 2020

চাঁপাইনবাবগঞ্জে ১জন বেড়ে আক্রান্ত ১৭ জন


চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে  করোনা আক্রান্তের সংখ্যা ১৬জন হওয়ায়,আজ ১জন বেড়ে মোট ১৭জন করোনা শনাক্ত হয়েছে। 

রাজশাহী মেডিকেল কলেজ ভাইরোলজি ল্যাবে ৮৯ টি করোনার নমুনা পরীক্ষায় ৮৮ টি নেগেটিভ ও ০১ টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে।

পজিটিভ রোগী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তার পরিবার সূত্রে  জানা যায় যে,তিনি ১৭দিন যাবত জ্বরে ভুগছিলেন।বর্তমানে মিশন হাসপাতাল রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে।

জেলার সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করেছে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। সিভিল সার্জন জানান যে,প্রথম ধাপে যে দুজন করনা শনাক্ত হয়েছিল তাদেরকে আগামীকাল সুস্থ ঘোষণা করা হবে।

উল্লেখ এই যে,করোনা আক্রান্ত ব্যক্তিটি বিগত ১৫তারিখের পূর্ব পর্যন্ত শিবগঞ্জেই অবস্থান করছিলো,এখানে অবস্থানরত থাকা কালিন সময়ে তিনি জ্বরে ভুগছিলেন,১৫তারিখ তিনি রাজশাহীতে ভর্তি হয় চিকিৎসার জন্য তিনি রাজশাহিরই ঠিকানা দেন,তাই তার করোনা আক্রান্তে তালিকায় রাজশাহী এলাকার নাম দেওয়া হয়েছে।

গোয়েন্দা বিভাগ জানায়,জেলা আক্রান্ত ১৭জন।

অন্যদিকে সিবিল সার্জন বলেন,৩১জনের রিপোর্ট আসলেও করোনায় আক্রান্ত কেউ নাই।

জেলা প্রশাসন বলেন,জেলায় এখন আকান্ত ০১৬জন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com