May 28, 2020

চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর বাড়ির পাশে ক্রিকেট খেলা

শিবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ওলামা নগর মোড়ে এখেলা চলছে প্রশাসন নিরব


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় গতকাল বুধবার রাজশাহী থেকে আসা এক রিপোর্টে ০৩জনের দেহ করোনা শনাক্ত হয়েছে।তারমধ্যে দুজন মহিলা একজন পুরুষ।দুজন মহিলার মধ্যে একজন মহিলা ২৮বছর বয়সীর তার শরীরে করোনা উপসর্গ ছাড়ায় করোনা শনাক্ত করা হয়েছে।


মেয়েটি বাড়ি ভাড়া থাকে শিবগঞ্জ পৌরসভার পাশে ০৩নং ওয়ার্ডে।কিন্তু করোনা রোগীর বাড়ি ১শ মিটার পাশেই রয়েছে বালু ভরাট করা একটা ছোট ফাঁকা জায়গা যেখানে অনবরত আড্ডা দিচ্ছে ক্রিকেট খেলোয়াড়রা।

স্থানীয়রা জানান,তাদেরকে যখন বললাম পাশেই করোনা রোগী আছে কটা দিন সচেতন থাকো সবাই আবার দিন ভালো হলে খেলিও,তারা কোন কথা না শুনেই খেলা চালিয়ে যাচ্ছে।

ক্রিকেট খেলোয়াড়রা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিমুল আক্তারকে মুঠোফোনে বেশকবার যোগাযোগ করা হলে তিনি ফোন কেঁটে দেন বিধায় তাঁর এবক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


উল্লেখ এদিকে শিবগঞ্জ পৌরসভা প্রথম করোনা রোগী শানাক্ত হওয়ায় শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন শিবগঞ্জ পৌরসভার রাস্তা দুষণ মুক্ত রাখতে স্প্রে করেন প্রধান প্রধান সড়ক গুলো।মেয়রের এ উদ্দেগ কে সাধুবাদ জানিয়েছে সচেতন মহলের সদস্যরা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com