চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলনিয়ে শিবগঞ্জ উপজেলার মোবারোকপুর ইউনিয়নের চেয়ারম্যানের ছেলেসহ ৩জন আটক
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর এলাকায় ৮৩ বোতল ফেন্সিডিলনিয়ে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৩জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
১২মে রাত ২:২০মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
আটককৃত ব্যক্তিরা হলেন,শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে,ওদুদুর রহমান রনি(৩০),কানসাট কাঠঘর এলাকার গোলাম আহমেদ এর ছেলে নোমান(২৬),কানসাট এলাকার কাগজীপাড়া এলাকার কলুর ছেলে মাসুম(২০)।
গোয়েন্দা পুলিশের(ডিবি)উপ-পরিদর্শক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন;গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একদল অভিযান করে,তাদের ৩জনকে ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে,তাদের নামে মাদক মামলা করা হয়,পরে কোর্টে চালান করা হয়েছে।

