May 12, 2020

শিবগঞ্জে করোনা রোগীর দ্বারে উপজেলা প্রশাসন

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরসকে কেন্দ্র করে আজ নিঃশব্দতায় আচ্ছাদিত।কবে শেষ হবে এই অপেক্ষার অবসান।রাতদিন সবসময় বাড়িতেমন টিকেনা কারো।শতকরা ১০ জন আজ লক-ডাউন মানছে বাকিরা জীবিকার তাকিদসহ নানান অযুহাতে বাইরে বের হচ্ছে,মানছেনা সামাজিক দূরত্বসহ বিশ্ব-স্বাস্থ সংস্থার দেওয়া নিদের্শনা।


চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে গতকাল ১১মে সোমবার পর্য়ন্ত মোর ১৬জন করোনা রুগি সনাক্ত করা হয়েছে।তারমধ্যে শিবগঞ্জ উপজেলার ০২জন।একজন কানশাট এলাকার আরেকজন সিমান্তবর্তী এলাকা মনাকষা ইউনিয়নের বাসিন্দা।


১২মে মঙ্গলবার জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি'র পক্ষ থেকে জেলা প্রশাসক চাপাইনবাবগঞ্জ জনাব এ জেড এম নূরুল হক মহোদায়ের নিদের্শনায় করোনা আক্তান্ত ব্যক্তির বাড়ির দরজায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন।


করোনা আক্রান্ত ব্যক্তিকে নগদ ৫০০০হাজার টাকা সহ বিভিন্ন ফলমূল ও উপহার সামগ্রী শুভেচ্ছা স্বরুপ দিয়ে আসে,উপজেলা নির্বাহী অফিসার তাকে আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ রোগ নিরাময়ের আস্থা রাখার পরামর্শ দেন।


এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিমুল আখতার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার; উপজেলা সমাজসেবা অফিসার; গণ্যমান্য ব্যক্তিবর্গ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com