বাংলাদেশ বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রামনের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কর্মহীন হয়ে পড়েছে দেশের মানুষ। এসব কর্মহীন দুঃস্থ, অসহায় মানুষগুলোকে ত্রান সহায়তা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় সমাজকল্যাণ মন্ত্রীর সার্বিক সহায়তায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ৯৬ মেট্রিক টন চাল, ৪ লাখ ৮২ হাজার টাকা এবং আদিতমারী উপজেলায় মোট ৮৮ মেট্রিক টন চাল ও ৪ লাখ ১০ হাজার টাকা ত্রান সহায়তা দেয়া হয়েছে। এ ত্রান সহায়তা উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান, মেম্বারদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি নিয়মিত তার নির্বাচনী এলাকা লালমনিরহাট-২ ( কালীগঞ্জ- আদিতমারী) মানুষের খোঁজ খবর নিচ্ছে। তার নির্বাচনী এলাকার মানুষের কথা বিবেচনায় সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবার ব্যক্তি উদ্যোগে কর্মহীন, অসহায় মানুষের মাঝে আরোও ১০ হাজার পরিবারকে ত্রান সহায়তা দিচ্ছেন। করিম উদ্দিন সরকারী কলেজে জোরেশোরে চলছে এ ত্রান সহায়তার প্যাকেটজাত করার প্রস্তুতি। এসব প্যাকেটে থাকছে চাল, ডাল, আলু, লবন ইত্যাদি।
ইতিপুর্বে গত ৩০ মার্চ সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলার হোম কোয়ারান্টাইনে থাকা সকলকে শুভেচ্ছা উপহার প্রদান করেছেন।
১৩ এপ্রিল ( সোমবার) সমাজকল্যানমন্ত্রীর পারিবারিক সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রীর সুযোগ্য পুত্র, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, তরুন প্রজন্মের আস্থাভাজন ব্যক্তিত্ব রাকিবুজ্জামান আহমেদ দৈনিক মুক্তি ডট নিউজকে জানান, মন্ত্রী মহোদয় তার নির্বাচনী এলাকা সহ পুরো জেলার নিয়মিত খোঁজখবর
রাখছেন। এছাড়া তার প্রতিনিধি হিসাবে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মহোদয়ও এলাকার খোঁজ খবর ও দেখাশুনা করছেন। এছাড়াও ব্যক্তিভাবে আমি নিজেও এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবরাখবর নিচ্ছি। ত্রান সহায়তা প্রদানে নিয়মিত মনিটরিং করছি। আমাদের পরিবার একটি ঐতিহ্য বাহী রাজনৈতিক পরিবার। স্বাধীনতার পুর্ববর্তী সময় হতে আমরা মানুষের কল্যাণে সব সময় কাজ করেছে। আগামীতেও এলাকার উন্নয়নে ও মানুষের কল্যানে সবসময় পাশে কাজ করে যাবে বলে জানিয়েছেন তিনি।
