Apr 24, 2020

এসপি নূরুলের মহানুভবতা

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ধান কাটার জন্য কুমিল্লায় আটকেপড়া ৪৩ জন শ্রমিকদের বাসযোগে পাঠানো হয়েছে বলে জানাম কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ৪৩ জন কৃষি শ্রমিককে মাস্ক এবং দুপুরের খাবার প্যাকেট প্রদান করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর শাসনগাছা থেকে বরেন্দ্র এলাকায় পাঠানো হয়।এ সময় তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে করে বাসে উঠানোসহ করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয় বলে জানান এসপি নূরুল ইসলাম।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, এসব শ্রমিকরা কৃষিকাজ ও শ্রমভিত্তিক বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন সময়ে কুমিল্লায় আসেন। তারা প্রতি বছর ধান কাটার মৌসুমে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করেন। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণার পর গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় তারা কুমিল্লায় আটকা পড়েন।নিজ জেলার মানুষকে সহায়তা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।


শ্রমিকের মধ্যে থেকে মোস্তফা নামে একজন জানান,হামার এখ্যানে আসস্যুনু,পরে অ্যাটক্যা গেছি,প্যাটেতো দুটা ভাত নাই লিঢাল হইয়া পড়াছিনু,হামারঘে এসপি নূরুল এখবর পাইয়া হামরাঘে কাছে ছুঁইটা চইল্যা আসে।পরে হারাকে খ্যাতে দিয়াছে আরকার খাওয়ার লাইগ্যা ব্যান্ধাইও দিয়াছে।হারা এসপি নূরুল কে হারা কখনোও ভুলবো না।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com