Apr 27, 2020

নাচোলে স্বেচ্ছাসেবী সংগঠন ইংলিশ লারনার্স সোসাইটি (ইএলএস) এর নাম পরিবর্তন

নাচোলে স্বেচ্ছাসেবী সংগঠন ইংলিশ লারনার্স সোসাইটি (ইএলএস) এর নাম পরিবর্তন



নাচোলে স্বেচ্ছাসেবী সংগঠন ইংলিশ লারনার্স সোসাইটি(ইএলএস) নাম পরিবর্তন করে ইফেকটিভ লিডারশীপ সোসাইটি(ইএলএস) করা হয়। আজ সকালে অনলাইন ভোটিং এর মাধ্যমে এ নাম পরিবর্তন করা হয় বলে নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী আহম্মেদ আশিফ আকতার মঞ্জু।
এ বিষয়ে প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক (সাবেক), রাজশাহী বিশ্ববিদ্যালয় আজিজুর রহমান জানান, ইংলিশ লারনার্স সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার পরপরই নানামুখী সামাজিক কাজে অংশগ্রহণ করতে থাকে, যার ফলে নাম পরিবর্তনটি ছিল আবশ্যিক একটা বিষয়।
তিনি আরও জানান, প্রথমে এটি নাচোলের শিক্ষাক্ষেত্রে শুধুমাত্র ইংরেজির প্রতি গুরুত্বারোপ করা হলেও ক্রমে তা সমাজের বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করতে থাকে। এর ফলে এই সংগঠনের একদিকে যেমন বেড়েছে কর্মব্যপ্তি অন্যদিকে বেড়েছে সমাজের মানুষের প্রতি এ সংগঠনের দায়বদ্ধতা। তাই নাম পরিবর্তন বিষয়টি ছিল সময়ের চাওয়া।

উল্লেখ্য যে, ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি সমাজের নানামুখী কল্যাণকর কাজে সম্পৃক্ত রয়েছে। এর মধ্যে রক্তদান, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে সাহায্য প্রদাণ, ইংলিশ ও বিজ্ঞান অলিম্পিয়ার্ডের আয়োজন, বিতর্ক উৎসব, ত্রান বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদাণ, বিভিন্ন অসুস্থ শিক্ষার্থীদের সাহায্যার্থে অর্থ সংগ্রহসহ নানামুখী জনহিতকর কাজ।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com