নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মু. ওয়াহিদুজ্জামান অহিদের নিজস্ব অর্থায়নে কমিটির পক্ষ থেকে ১৫০টি কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
যুবলীগের তরুণ নেতা অহিদ এ প্রতিবেদককে জানান, আরামবাগ সমাজ কমিটির সদস্যদের সহায়তায় সাধ্যমত কিছু পরিবারকে খাবারের ব্যবস্থা করে দিলাম। আপনাদেরকেও অনুরোধ করছি, নিজনিজ এলাকার আশপাশের পরিবারগুলো খোঁজ নিয়ে সাধ্যমত সহায়তা করুন।
তিনি আরো জানান, আগামীতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বুধবার বিকেলে ১৪ নং ওয়ার্ড আরামবাগ মহল্লায় বিতরণের সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের দু'বারের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আসাদুজ্জামান আরশাদ আলী।
আরো ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাকিনা খাতুন পারুল, মনোয়ারুল ইসলাম ইদু, এ্যাড. রবিউল ইসলাম রবু, সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান, জেলা স্বাচীপের সভাপতি ডা. মো. গোলাম রাব্বানী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা আল কামাল ইব্রাহিম রতন।
আরো উপস্থিত ছিলেন, আরামবাগ মাদ্রাসা জামে মসজিদ সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম, নবীউল ইসলাম, ফাক্কার আলী, মুকুল আলী, মো. সওদাগর, বাপ্পী, সাগর, আশিক, নাইম, নকিব, মারুফ, মুন্নাসহ আরো অনেকে।