Apr 24, 2020

চাঁপাইনবাবগঞ্জে ভ্রামমাণ আদালতের জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ভ্রামমান আদালতের জরিমানা করা হয়েছে।




আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪ টায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃসাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল, গ্রাম অঞ্চলে করোনা প্রতিরোধক সরকারি নির্দেশনা অমান্য করছে এই তথ্যের ভিত্তিতে আনসার ব্যাটালিয়ন, গ্রাম্য পুলিশ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে হায়াত মোড়, ভবানীপুর ইসলামপুর, সুন্দরপুর, চরবাগডাঙ্গা বাখোরআলী, ও ইদ্রিস মোড় এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন।

এসময়, করোনা প্রতিরোধক সরকারের নির্দেশনা অমান্য করার দায়ে, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় একজনকে ২০০ টাকা,সংক্রামন রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রনও নির্মুল) আইন,২০১৮ এর ২৪ ধারায় একজনকে ১০০০ টাকা,সংক্রামন রোগ ২০১৮ এর ২৫ ধারায় এক ব্যাবসা প্রতিষ্ঠানকে ১০০০ টাকা,সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ ধারায় এক মোটরসাইকেল আরোহীকে ৫০০ টাকা,সংক্রামন রোগ ২০১৮ এর ২৫ ধারায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০০ টাকা,সংক্রামন রোগ ২০১৮ এর ২৫ ধারায় এক মুদির দোকান মালিক কে ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

এ সময় এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, সচেতন থাকুন, অযথা বাড়ির বাইরে ঘোরাফেরা করবেন না,সন্ধ্যা ৬টার পর বাড়ির বাইরে আড্ডাবাজি করবেন না, মাক্স ব্যবহার করুন ও সামাজিক গুরুত্ব বজায় রেখে চলাচল করার আহ্বান জানায়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com