চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এালাকায় প্রথম করোনা রুগি সনাক্ত করা হয়েছে।
করোনা আক্রান্ত ব্যক্তি হলো,চরমোহনপুর দক্ষিন পাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে আঃ বারি(৩০)
সিভিল সার্জন একথাটি আংশিকভাবে স্বিকার করেছে।
জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক বলেন,গত ১৫ তারিখ উল্লেখিত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো আজকে রিপোর্টে তার টেষ্টে পজেটিভ এসেছে।
করোন আক্রান্ত আঃবারীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন সিভিল সার্জন আমাকে সন্ধা ৭টায় আমার করোনা পজেটিভ হয়েছে এবিষয়ে সত্যতা প্রকাশ করে,আঃবারি আগে কর্মরত ছিলো নারায়ণগঞ্জ জজ কোর্টে অফিস সহকারি পদবিতে।আশপাশের ১০টা বাড়ি লক-ডাউন করা হয়েছে।
