চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে অভিযান চালিয়ে ভাতর ফেরত দুজনকে জরিমানা করেছে ভ্রামমান আদালত।
২১শে মার্চ দুপুর ২টা ৩০মিনিটে হোম ককরেন্টাইয়নে না থেকে বাইরে ঘোরাফেরা করায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিমুল আকতার দুজনকে ৭ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল আখতার বলেন,আমরা খবর পেয়ে তাৎক্ষণিক কানসাটে যায় তাদেরকে হাত-নাতেধরি এবং তাদেরকে জরিমানা করি।সকল জনসাধারণকে আতংক তাই সতর্ক থাকতে হবে।
