"মুজিববর্ষের অঙ্গিকার শহর রাখবো পরিষ্কার'
এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পৌরসভার কর্তৃপক্ষকে।
২১শে মার্চ সকাল ১০টায় করোনা প্রতিরোধে ও পৌর এলাকার সকল ওয়ার্ডকে পরিষ্কার পরিছন্ন রাখারা জন্য শিবগঞ্জ ১নং আসনের সাংসদ ডা.সামিল উদ্দিন শিমুল ৫টি মিনি ভ্যান ও হ্যান্ড ট্রলি প্রদান করেছে।
সরঞ্জাম দেওয়া সময় উপস্থিত ছিলেন,ডাক্তার সামিল উদ্দিন শিমুল পৌর মেয়র কারিবুল হক রাজন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এমপি শিমুল বলেন,সবাইকে পরিষ্কার পরিছন্নতার মধ্যেই থাকতে হবে।মহামারি করোনা ভাইরাসে আতংক নয়,সতর্কতা অবলম্বন করা অতীব জরুরী।


