Mar 21, 2020

চাঁপাইনবাবগঞ্জে হোম করেন্টাইয়নে রুগিদের বাড়ি চিহ্নিত



চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিশেদ ফেরত প্রবাসীদের বাড়িতে হোম করেন্টাইয়ন লিখে বাড়ি চিহ্নিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

২১শে মার্চে এ উদ্দেগ নেন চাঁপাইনবাবগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়,সকল কে সতর্ক থাকার জন্য এ আয়োজন করা হয়েছে।তবে বালািয়াডাঙ্গা ইউনিয়ন বাসী মডেল থানার এ উদ্দেগকে সাধুবাদ জানিয়েছেন।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com