চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বালুবাগান,টিকরামপুর,রেহায়চর এলাকায় চাল মজুদ রাখার দায়ে ৩ জনকে ২লাখ ৫০হাজার টাকা জরিমানা করেন ভ্রামমান আদালত।
২৩ মার্চ বিকাল সাড়ে ৩টা থেকে ৬টা এ অভিযান পরিচালনা করা হয়,উপজেলা নির্বাহী অফিসার আলমগির হোসেনের নেতৃত্বে।
দোষি ব্যক্তিরা,আঙ্গারিয়া পাড়া এলাকার সাইফুদ্দিনের ছেলে রকিব আলী কে ১লক্ষ টাকা জরিমানা।রেহায়চর এালাকার আব্দুস সাত্তারের ছেলে নাসিম উদ্দিন ১লক্ষ টাকা জরিমানা।অন্যদিকে বালু গ্রাম এালাকর দুরুল হোদা।
উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন বলেন,গোপনসংবাদের ভিত্তিতে,কৃষি বিধান আইনুযায়ী ২০১৮ এর ৬নং ধারা লংঘন করায় তাকে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এরকম অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার।
