Mar 26, 2020

নিঃশব্দতায় আচ্ছাদিত চাঁপাইনবাবগঞ্জ


করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সারাদেশে গণপরিবহন বন্ধ।

আজ (২৬ মার্চ ২০২০) বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সকল সড়কে দু-চারটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ছাড়া কোন পরিবহন চোখে দেখা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃংখলা বাহিনী সড়কে অবস্থান নিয়ে আছেন। মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখলেই থামাচ্ছেন ‍পুলিশ সদস্যরা এবং জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাচ্ছেন?কারন ছাড়া বের হতেও নিষেধ করছে।


আজ বেলা সাড়ে ১১ টার দিকে সেনাবাহিনীর দুটো গাড়িকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলিতে টহল দিতে দেখা গেছে।

গণপরিবহনে নিষেধাজ্ঞা থাকায় বুধবার থেকেই সড়কে গণপরিবহন কম দেখা যায়,শহরের প্রধান সড়ক,শান্তিমোড়,বিশ্ব-রোড,বাতেন খাঁ মোড়সহ আরো উল্লেখ যোগ্য মোড় গুলোতে মানুষ নাই বললে চলে।

২৪ মার্চ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণপরিবহন বন্ধের নির্দেশনায় এক ভিডিও বার্তায় বলেন, ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এ নিদের্শনা অব্যাহত থাকবে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে শুরু হওয়া ১০ দিনের ছুটি বা সরকারি ও বেসরকারি অফিস এবং আদালতের জন্য প্রযোজ্য।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com