Dec 8, 2019

চাঁপাইনবাবগঞ্জে অটো বাইক সমিতির মতবিনিময় সভা

"যাত্রী সেবাই আমাদের মূল লক্ষ্য" এ প্রতিপাদ্যকে সামনে রেখে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌরসভা কর্তৃক অটো ব্যাটারি চালিত গাড়ি সপ্তাহে তিনদিন চলাচল করার জন্য স্টিকার লাগিয়ে এরপর সবার হটকারী সিদ্ধান্ত থেকে কিভাবে অটো মালিক-চালকদের পরিত্রান পাওয়া যায় এ উপলক্ষে  মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৮ তারিখ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দের রোজ রবিবার সকাল ১০ ঘটিকায়।শান্তি মোড়স্হ হোটেল আল নাহিদে।

 বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যান সোসাইটি,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে,সঞ্চালনাসহ সভাপতিত্ব করেন আটো বাইক সমিতির সভাপতি শাজাহান আলী।

উপাস্হিত ছিলেন অটো বাইক সমিতির সহ সভাপতি ভুট্টু।১ম শহর সভাপতি সোহেল রানা,শহর সেক্রেটারী আনারুল,অর্থ সম্পাদক সোহেল রানা,রোড সম্পাদক আবুল হাসেন,দপ্তর সম্পাদক মালিক, যুবলের সভাপতি তবিউল ইসলাম তারিফ,দ্বিতীয় শহর সভাপতি মেসের আলী,৩য় শহর সভাপতি সেরাজুল ইসলাম,নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান,১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুকুল আলী সহকারী আইনজিবি ফিরজ,রুহুল আমিন ল্যাবওয়ান ক্লিনিকের ম্যানেজার ওয়াহিদুল ইসলামসহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তবে বলেন,অল্প টাকায় কদিন বা চলবে অটো বাইক পরিবারের সংসার একবেলা খেলে অন্য বেলার চিন্তা করতে হয় অটো চালকদের।

যদি একজন অটো চালক সপ্তাহে ৩দিন অটো চলায় বাকি ৩দিন কি খাবে,একপর্যায়ে সে মাদকাসক্তি হয়ে পড়বে,সংসার চলবেনা,পরিবার বিভ্রান্তিতে পড়বে।অটো বাইক কোন দিন কোন সময় বায়ু দূষন হয়না।সো এটাক নিয়ে এতো প্রশাসনের মাথা ব্যাথা কেন,অটো বাইক চালকদের নিয়মিত ৩বেলা খাওয়ার খাওয়াসহ ব্যবস্হা করে দেয় যেন।"আমরা অটো শ্রমিক ভাই ভাই একসাথে চলতে চাই" এই স্লোগানকে সামনে রেখে মতবিনিময় সভা শেষ হয়
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com