Dec 6, 2019

সেন্টু মার্কেটে ব্যবসায়ী সমিতির নির্বাচন



চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু চত্তর মড়োস্হ আব্দুল মান্নান সেন্টু মার্কেটের ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক নিবাচন অনুষ্ঠিত হয়।

 ৬ই ডিসেম্বর ২৯ রোজ শুক্রবার সকাল ১০ থেকে বেলা ১২:৩০মিনিট পর্যন্ত ভোট গ্রহন চলে মার্কেটের হল রুমে।

সুন্দর ও সুষ্ঠ ভাবে ভোটদান অনুষ্ঠানে অস্হায়ী ফলাফল ভোট গননার কার্যক্রম নির্বাচন পরিচালনা কমিটির মনোনিত ৭ জন সদস্যের উপস্হিতে ভোট গননা সম্পূর্ন হয়েছে।

মোট ভোট সংখ্যা ছিলো ৮৮জন।
সভাপতি পদবীতে আব্দুল্লাহিল কাফি তিনি ৫৬ টি ভোট পেয়ে নির্বাচিত হয়।তার প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক ৩২টি ভোট পায়।অপরদিকে সাধারন সম্পাদক পদে শহিদুল ইসলাম শহিদ (বিশ্বাস) ৪৭টি ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়।তার প্রতিদ্বন্দ্বী সোহেল রানা(বুলেট )৪০টি ভোট পায়।



সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com