চাপাইনবাবগঞ্জে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
৯ই ডিসেম্বরের রাত ৯:৩০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আলী নগর ভূতপখুর এলাকার মৃত কামরুল হকের ছেলে দ্বিন মাহমুদ বাবু বিয়ের প্রলভোন দেখিয়ে ফরিদপুর এলাকার উমবিকাপুর উপজেলার নুরু মোল্লা মেয়ে রুবিনা(১৭)।
ভুক্তভোগী রুবিনা বলে,আমি গত বরিবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জে আসি,এসে মোসাঃইতির বাসায় অবস্হান করি।তারপর থেকে বাবুর মুঠোফোন বন্ধ চাঁপাইনবাবগঞ্জে আসার পর আর যোগাযোগ করেনি।
রুনির বড় রোকশানা জানান,ভাই আমার বোনের ইজ্জতটা বাঁচান আমি খুবই টেনশনে আছি।
সদর থানার এসএই সমর আলি জানান,বিষয়টা নিয়ে সদর থানায় জানানো হয়েছে,ফরিদপুর থেকে মেয়ের গার্জিয়ান আসলে বিষয়টা সুষ্ঠুভাবে তদন্ত করা হবে এখন প্রাথমিকভাবে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
