Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Feb 28, 2021

চাঁপাইনবাবগঞ্জের ২ স্থানে ভোট আজ

চাঁপাইনবাবগঞ্জের ২ স্থানে ভোট আজ

আজ ২৮ শে ফেব্রুয়ারী। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার ও শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির ৫ নং ওয়ার্ডের উপ নির্বচন অনুষ্ঠিত হয়েছে আজ । নাচোল পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ০৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তবে উভয় দলেরই একজন করে বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। মেয়র পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন; আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী ও বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, বিএনপির (ধানের শীষ) প্রার্থী মাসউদা আফরোজা হক সুচি,আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম বাবু (চামুচ) প্রতীক,বিএনপির বিদ্রোহী আমানুল্লাহ আল মাসুদ( রেল ইঞ্জিন) প্রতীক। এ নির্বাচনে ১০জন প্রিজাইডিং অফিসার, ৪৮জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৯৬জন পোলিং অফিসার ছাড়াও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ও র‌্যাব,বিজিবি,পুলিশ স্ট্রাইকিং ফোর্স হিসেবে ইতিমধ্যেই টহল জোরদার করেছে। নির্বাচনে মোট ভোটার- ১৫,০০৮ জন । মোট ভোট কেন্দ্র-১০টি । ভোট কেন্দ্রগুলোতে পুলিশ এবং আনসার সদস্য মোতায়ন রয়েছে এছাড়াও পৌর এলাকায় র্র‍্যাব,পুলিশ, এবং বিজিবির টহল চলমান রয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানায় জেলা নির্বাচন অফিসারভ মুতাওক্কিল রহমান।


অন্যদিকে; ২নং শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য পদে (শূন্য পদে) উপ-নির্বাচনে এতে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন মো: জুলফিকার আলী (টিবয়েল), ইসমাইল হক (ফুটবল), মো: কামাল হোসেন (মুরগ), আব্দুল করিম (তালা)। এই ইউপির মো.বারিউল ইসলাম ডাবলু নামে এক সদস্য মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উক্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.মাহাবুবুল কবির জানান, এই শাহাবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য বারিউল ইসলাম ডাবলু মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ভোলামারি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়  কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৪হাজার ৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২হাজার ৫৬জন। মহিলা ভোটার ১হাজার ৯শ ৫১ জন।  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।



Feb 27, 2021

চাঁপাইয়ে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইয়ে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলাদেশ মহিলা  আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে  পালন করা হয়। আজ শনিবার বিকাল ৩টায় নবাবগঞ্জ সরকারী কলেজে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ।

 এ সময় আরোও উপস্থিত ছিলেন; জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোখলেসুর রহমান,জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আজিমুল ইসলাম রিমন,সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি ফাইজার রহমান কনক,জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম।
শিবগঞ্জের উপ-নির্বাচনে সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কা

শিবগঞ্জের উপ-নির্বাচনে সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কা


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শাহবাজপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এই ওয়ার্ডের ভোটকেন্দ্র ভোলামারি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়  স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকটি নির্বাচনের প্রায় প্রত্যেকবারই ভোটের দিনে বিশৃংঙ্খলা সৃষ্টি হয়েছে এই কেন্দ্রে এমনকি ভোট কেন্দ্রে সংঘর্ষকে কেন্দ্র করে কয়েকটি মোটরসাইকেল ভাংচুর সহ অসংখ্য মানুষ আহত হয়েছে বলেও জানায় এলাকাবাসী  

ওয়ার্ডের ভোটার মো: সানাউল্লাহ রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন ভোটার বলেন, ভোলামারি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ অত্যান্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবেই বিবেচিত হয়ে আসছে প্রত্যেক নির্বাচনেই এই কেন্দ্রে বহিরাগত কিছু দুর্বৃত্ত এসে বিভিন্ন বিশৃংখলা সৃষ্টি করে থাকে এমন আশংকা নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ শাহবাজপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে আপাতত জীবনের ভয়ে কেউ ভোট দিতে যেতে চাচ্ছে না প্রশাসন যদি পর্যাপ্ত নিরাপত্তা দেন তাহলে আমরা ভোট দিতে যাব

একই ওয়ার্ডের ভোটার বীর মুক্তিযোদ্ধা মো: আফসার হোসেন বলেন, ভোলামারি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রত্যেক নির্বাচনেই এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় থাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি নিজের ভোট দিতে যেতেও ভয় পাচ্ছি এই কেন্দ্রে স্বাধীন দেশে নিজের ভোট যেন আমরা নির্বিঘ্নে দিতে পারি, সরকার এবং স্থানীয় প্রশাসনের নিকট এই দাবী জানাই তবে উক্ত কেন্দ্রের পাশে বসবাসরত মোহবুল আলম, হায়দার আলী শফিকুল ইসলাম নামক কয়েকজন ভোটার বলেন, এই কেন্দ্রে তেমন কোন অঘটন ঘটেনি আমরা ভালোভাবেই এই কেন্দ্রে ভোট দিতে পারি

  বিষয়ে জানতে চাইলে উক্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: মাহবুবুল কবির জানান, ভোলামারি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি একটি ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে আমরাও অবগত আছি সেই অনুযায়ীই নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি

 

Feb 25, 2021

রহনপুরে পৌর মেয়রের দায়ীত্ব গ্রহণ

রহনপুরে পৌর মেয়রের দায়ীত্ব গ্রহণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: এমরান আলী বাবুঃ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার দায়ীত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন মতি সহ সকল কাউন্সিলরবৃন্দ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় রহনপুর পৌরসভার নতুন  ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রহনপুর পৌরসভার বিদায়ী মেয়র তারিক আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন, পৌর সচিব খাইরুল হক প্রমূখ।

 এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়রের মাতা মনোয়ারা বেগম, বীরমুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কমচারীবৃন্দ, সাংবাদিক ও বিভিন্নস্থরের জনসাধারণ। নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন রহনপুর পৌরসভার দায়ীত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেন।

প্রসঙ্গত, ৩য় ধাপে গত ৩০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিউর রহমান খাঁন জয় লাভ করেন। 

এ দিকে নবগত মেয়র মতিউর রহমান খাঁন রহনপুর পৌরবাসির কাছে দোয়া চেয়েছেন। এছাড়া তিনি রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন,শিক্ষা-সাংস্কৃতিক, মাদকমুক্ত সমাজ গড়াসহ অন্যান্য বিষয়ের সমস্যা সমাধানে পৌরবাসীর সহযোগিতা চেয়েছেনে। তার মেয়াদকালে রহনপুর পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তরিত করার আশ্বাস দেন।

Feb 24, 2021

শপথ নিলেন রহনপুর পৌর মেয়র মতি খাঁন

শপথ নিলেন রহনপুর পৌর মেয়র মতি খাঁন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: এমরান আলী বাবু,

শপথ নিলেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন মতি। বুধবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. হুমায়ুন কবির তাকে সহ ১২  পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্যপাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক জিয়াউল হক ও উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন সহ অন্য অতিথিরা। 

 প্রসঙ্গত. ৩য় ধাপে গত ৩০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ রহনপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিউর রহমান খাঁন জয় লাভ করেন। এ দিকে নবগত মেয়র মতি খাঁন রহনপুর পৌরবাসির কাছে দোআ কামনা চেয়েছেন। এছাড়া তিনি রাস্তাঘাট,ড্রেন,জলাবদ্ধতা,শিক্ষা-সাংস্কৃতিক, মাদকমুক্ত সমাজ গড়াসহ অন্যান্য বিষয়ের সমস্যা সমাধানে পৌর নাগরিকদের সহযোগিতা চেয়েছেনে। তার মেয়াদকালে রহনপুর পৌরসভাকে একটি আধনিক পৌরসভায় রুপান্তিত করবেন বলে তিনি জানান।

Feb 21, 2021

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত




মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবাবগঞ্জ সরকারী কলেজের শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহীদ স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। শিবগঞ্জে প্রথম প্রহরে সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন শিমুল শহীদ মিনারে পূস্পার্ঘ অর্পণ করেন। এ দিকে নবাবগঞ্জ সরকারী কলেজের শহীদ মিনারে জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ,  পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব শ্রদ্ধার্ঘ অর্পণের পর একে একে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সরকারি কলেজ, সিভিল সার্জন অফিস, হামদর্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

এসময় মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,সাবেক চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আঃ ওদুদ, পৌর মেয়র নজরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন। ভোরে বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান তোসিকুল ইসলাম তসি,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ জেলা,থানা ও পৌর শাখার বিএনপি,ছাত্রদল,যুবদলের নেতাকর্মীরা।

পরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান সকালে প্রভাত ফেরী করে। অমর একুশের কর্মসুচীর মধ্যে ছিল সূর্য উদয়ের সাথে সাথে প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন, দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃত্তি ও একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা।

Feb 20, 2021

চাঁপাইতে আঃলীগের পরিচিতি ও সাংগঠনিক সভা

চাঁপাইতে আঃলীগের পরিচিতি ও সাংগঠনিক সভা



চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা জেলা আওয়ামী লীগের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।



জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল এর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ এর সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন শিমুল এম পি, জেলা আওয়ামী লীগ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, যুগ্ন সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান,সহ সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান,কোষাধ্যক্ষ এরফান আলী, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা আওয়ামী লীগ সদস্য মোখলেসুর রহমান,জারা ইয়াসমিন চৌধুরী, সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিয় করিয়ে দেম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এছাড়া আগামী কাল মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য সিধান্ত গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা  করা হয়।

Feb 19, 2021

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচনের ফলাফল

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচনের ফলাফল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এক বছর মেয়াদে নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মাজেদ-জহরুল হক প্যানেলের মো. আব্দুল মাজেদ এবং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মো. জোহুরুল হক-১।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম চলে। ভোট গণণা শেষে বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা নির্বাচনের কমিশনার আইনজীবী সহকারী মো. দাউদ হোসেন। নির্বাচনে মাজেদ-জহরুল হক প্যানেলের সাংগঠনিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শ্রী মিলন কুমার দাস। নির্বাচনে ফহিম উদ্দিন-জেড ইসলাম প্যানেলের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আফতাব উদ্দিন মঙ্গলু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. হারুন অর রশিদ, অর্থ সম্পাদক পদে আশরাফুল হক, প্রচার ও কল্যান সম্পাদক মো. রুবেল ইসলাম, সদস্য পদে মো. শফিউল ইসলাম মফিজ, মো. আব্দুল মালেক, মো. রশিদুন নবী ও মো. সাদ্দাম হোসেন।

উল্লেখ্য, নির্বাচনে মাজেদ-জহরুল হক প্যানেল ও মো. ফহিম উদ্দিন-জেড ইসলাম প্যানেল অংশ নেয়। ২টি প্যানেলে মোট ১১টি পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী সহকারী মো. দাউদ হোসেন, প্রিজাইডিং অফিসার এ্যাড. এহেতেসাম উল মুলক ও পুলিং অফিসার এ্যাড. সুলতান আহমেদ চৌধুরী। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মোট ভোটার ২২০ জন।

Feb 14, 2021

শিবগঞ্জ পৌর নির্বাচনে নৌকা বিজয়ী

শিবগঞ্জ পৌর নির্বাচনে নৌকা বিজয়ী


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হয়েছে। শিবগঞ্জ পৌরসভার নয়া মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মুনিরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১৫৭৪১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওজিউল ইসলাম (ওজুল মিঞা)  ভোট পেয়েছে ৯৯৯৯।  এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন পেয়ছেন ৫৪২ ভোট। শিবগঞ্জ পৌর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র জানায়, নৌকার প্রার্থী মুনিরুল ইসলাম ৫৭৪২ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়। কেন্দ্র অারো জানায়, এ নিবাচনে  শতকরা ৭৯ দশমিক ১২৪ ভাগ ভোট পড়েছে।

 আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী সহ এছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন, মহিলা সংরক্ষিত আসনে ১৫ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৯শ ৭৯ জন। পুরুষ ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৩২জন। মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৭ জন। জেলায় প্রথম বারের মতো ই.ভিএমে ভোট গ্রহণ করা হয়।

Feb 13, 2021

শিবগঞ্জ পৌরসভার নির্বাচন নিয়ে শঙ্কা

শিবগঞ্জ পৌরসভার নির্বাচন নিয়ে শঙ্কা


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন আগামিকাল। এ পৌরসভায় প্রথমবারের মতো ভোট হবে ইভিএমে। প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে উঠলেও ভোটার আগ্রহে সেভাবে ঢেউ তোলেনি। ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশ নিয়েও প্রার্থীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানের সব প্রস্তুতি তারা নিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক শিবগঞ্জ পৌরসভার ১৫টি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ বিশৃঙ্খলা করলে আইনানুযায়ী পদক্ষেপ নেয়া হবে। শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থী থাকলেও দুজন আছেন ভোটের মাঠে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞা মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন। ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় মনিরুল ইসলামের প্রচার-প্রচারণার ঝলক বেশি। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনিরুলের পক্ষে ভোট প্রচারণায় অংশ নিচ্ছেন।


সরেজমিনে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠে এখন প্রার্থীরা ভোটযুদ্ধে। পুরোদমে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছে বিএনপি। ভোটারদের মধ্যেও ওই একই সংশয়। শিবগঞ্জ পৌর নির্বাচন কেমন হবে? নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে তো? পৌরসভা নির্বাচন নিয়ে এমন ভয়ে, সংশয়ে ভোটাররা। ভোট পদ্ধতি ইভিএম নিয়েও বিতর্ক হচ্ছে। ভোটাররা বলছেন, এ পদ্ধতিতে হয়তো নির্বাচনী ফলাফল উল্টে দেয়া সম্ভব। শেষমেশ ভোটের দিন কি হবে তা নিয়ে ঘুরপাকে জনগণ। একাধিক ভোটার বলেছেন, ভোটারদের মাঝে কিছুটা আতঙ্কও আছে। সুষ্ঠু পরিবেশে ভোট হবে কি-না, তা নিয়েও সন্দিহান অনেক ভোটার।

বেশ কয়েকজন ভোটার বলেছেন, উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দেবেন। সৈয়দ পরিবারের অবদান আর ঐতিহ্য তুলে ধরে তারা বলছেন, মনিরুল ইসলাম মেয়র হলে শিবগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। পৌরসভা সৃষ্টির ২২ বছরেও কাঙ্খিত উন্নয়ন হয়নি। বিএনপির প্রার্থী জয়ী হলে আরো ৫ বছর উল্লেখযোগ্য উন্নয়ন হবে না।

শুক্রবার নির্বাচনী জসভায় বিএনপি মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম বলেন, শিবগঞ্জ বিএনপির ঘাঁটি। সরকারি দলের প্রার্থী যদি ক্ষমতার অপব্যবহার না করে তাহলে বিএনপির জয় সুনিশ্চিত।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, শিবগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মোবইল টিম, পেট্রোল টিমসহ সাদা পোশাকে পুলিশ ভোট কেন্দ্র এলাকায় থাকবেন। সুতরাং আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটার কোনো আশঙ্কা নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জনগণের সহায়তায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন বলেও জানান তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও শিবগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.মোতাওয়াক্কিল রহমান জানান, শনিবার দুুপুরের পর শিবগঞ্জের পৌরসভার ১৫টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। র‌্যাব, পলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি থাকবে আইনশৃঙ্খলা রক্ষায়। ইভিএমএ নির্বাচন হওয়ায় ভোটারদের শঙ্কার কোন কারণ নেই বলেও জানান তিনি।

Feb 12, 2021

শিবগঞ্জে ইভিএমে মক ভোট প্রদানে সাড়া কম

শিবগঞ্জে ইভিএমে মক ভোট প্রদানে সাড়া কম

চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ১৫টি ভোট কেন্দ্রে একযোগে ইভিএমে মক ভোট প্রদান সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্পন্ন হয়েছে।তবে কেন্দ্রগুলোকে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম।শুক্রবার বেলা ৩টা পর্যন্ত শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল কেন্দ্রে মাত্র ১৫ টি ভোট পড়ে।অন্যদিকে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথে এবং পুরুষ বুথে কোন ভোটার ভোট দিতে আসেননি।এ ব্যাপারে সিফাতুল্লাহ নামক এক ভোটার জানান, তার কেন্দ্রে এখনও ভোটার তালিকার স্মাট কার্ড সমস্যার জন্য বিকেলে ভোট দিতে আসার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে।অন্যদিকে কেন্দ্রটির পাশ্ববতী এক ভোটার জানান, তিনি আজকের মক ভোটিং পদ্ধতি সম্পর্কে অবগত নন,তাই ভোট কেন্দ্রে যাননি।


এদিকে  শুক্রবার সকালে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। প্রশিক্ষণে ভোটারদের সুবিধার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএমে ভোট প্রদান পদ্ধতি দেখানো হয়। শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৫টি এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১০টি। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৯’শ ৭৯ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৪’শ ৩২ ও নারী ভোটার রয়েছে ১৬ হাজার ৫’শ ৪৭ জন। শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে এই প্রথম ১৫টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।