Feb 21, 2021

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত




মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবাবগঞ্জ সরকারী কলেজের শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহীদ স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। শিবগঞ্জে প্রথম প্রহরে সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন শিমুল শহীদ মিনারে পূস্পার্ঘ অর্পণ করেন। এ দিকে নবাবগঞ্জ সরকারী কলেজের শহীদ মিনারে জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ,  পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব শ্রদ্ধার্ঘ অর্পণের পর একে একে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সরকারি কলেজ, সিভিল সার্জন অফিস, হামদর্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

এসময় মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,সাবেক চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আঃ ওদুদ, পৌর মেয়র নজরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন। ভোরে বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান তোসিকুল ইসলাম তসি,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ জেলা,থানা ও পৌর শাখার বিএনপি,ছাত্রদল,যুবদলের নেতাকর্মীরা।

পরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান সকালে প্রভাত ফেরী করে। অমর একুশের কর্মসুচীর মধ্যে ছিল সূর্য উদয়ের সাথে সাথে প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন, দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃত্তি ও একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com