Feb 24, 2021

শপথ নিলেন রহনপুর পৌর মেয়র মতি খাঁন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: এমরান আলী বাবু,

শপথ নিলেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন মতি। বুধবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. হুমায়ুন কবির তাকে সহ ১২  পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্যপাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক জিয়াউল হক ও উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন সহ অন্য অতিথিরা। 

 প্রসঙ্গত. ৩য় ধাপে গত ৩০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ রহনপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিউর রহমান খাঁন জয় লাভ করেন। এ দিকে নবগত মেয়র মতি খাঁন রহনপুর পৌরবাসির কাছে দোআ কামনা চেয়েছেন। এছাড়া তিনি রাস্তাঘাট,ড্রেন,জলাবদ্ধতা,শিক্ষা-সাংস্কৃতিক, মাদকমুক্ত সমাজ গড়াসহ অন্যান্য বিষয়ের সমস্যা সমাধানে পৌর নাগরিকদের সহযোগিতা চেয়েছেনে। তার মেয়াদকালে রহনপুর পৌরসভাকে একটি আধনিক পৌরসভায় রুপান্তিত করবেন বলে তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com