Apr 24, 2022

শিগগির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট কাটবে


প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, আগামি জুনের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট কেটে যাবে। এ জন্য ৪৫ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তিন ধাপে শুরু হয়েছে।ইতিমধ্যেই প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আরও দুই ধাপে পরীক্ষা সম্পন্ন হবে। কাজেই জুনের মধ্যে ৪৫ হাজার শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেলে; প্রাথমিক বিদ্যালয় গুলোতে আর শিক্ষক সংকট থাকবে না।

রেবাবার (২৪ এপ্রিল) দুপুরে চাঁপাইনববাগঞ্জ পৌর এলাকার গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করার এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জেলার ৬৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন এবং ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিক্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা ভেবে প্রধানমন্ত্রী বিস্কুটের (টিফিন) ব্যবস্থা করেছেন। যে সব স্কুলের শিক্ষার্থীরা এখনও টিফিনে বিস্কুট পায়নি; ওই সব স্কুলে আগামি মাসের মধ্যে টিফিনের ব্যবস্থা করা হবে। করোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাজার টাকা করে কিডস অ্যালাউন্স দেয়া হয়েছে। প্রায় সব টাকা দেয়া শেষ। এখনও কিছু কারণে ৮শ কোটি টাকা দেয়া বাকি আছে। খুব শিগগির এসব টাকাগুলো শিক্ষার্থীদের মাঝে দেয়া হবে।

প্রতিমন্ত্রী জাকির হোসেন আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে সাজাতে শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নয়ন করেছেন। ২০৪১ সালের মধ্যে সোনার বাংলা বির্নিমানে শিক্ষার কোন বিকল্প নেই। দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ হয়েছে, এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণাধীণ। এতো এতো শিক্ষার অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, শিক্ষার মান যেন তলানিতে না যায়।

শিক্ষকদেরে উদ্যেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারা শিক্ষার্থীদের ভালো করে পড়া লিখা শিখাবেন। আপনাদের যে সব সমস্যা আছে, আমাদের জানাবেন। আমরা আপনাদের দাবিশুনে পূরণের চেষ্টা করবো।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা পুলিশ সুপার একেএম আব্দুর রকিব,  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউএনও ইফফাত জাহানসহ আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাকাবৃন্দরা। পরে  প্রতিমন্ত্র্রী জাকির হোসেন বিদ্যালয়ে গাছে চারা রোপন করেন।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com