Jun 10, 2021

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্হানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ও একজন গুরতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুইড্যাং ফিল্টি পাড়া ও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুরে এলাকায় এ ঘটনা ঘটে। 

এ বিষয় টি নিশ্চিত করেছেন ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (মতু) ও নাচোল থানার ওসি সেলিম রেজা।

নিহতরা হলেন; চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হাটপাড়া (বটতলা) গ্রামের মৃত নজরুল ইসলামের ছোলে মেসবাউল হক মিশু (৪০), শংকরবাটি এলাকার বটতলা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে আব্দুর রহমান (৫৫), আব্দুর রহমানের মেয়ে ফারজানা (১২, ও গুরতর আহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম(৩৮)।

প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান; নিহত দুজন ভাগে (শেয়ার করে) ফিল্টি পাড়ায় একটি আমের বাগান কিনেন। আজকে আম পাড়তে আসে, আম পাড়ার সময় বজ্রপাতের আঘাতে মেসবাউল ও মিশুর মৃত্যু হয়। এদিকে তরিকুল গুরতর আহত হয়ে ছটফট করতে থাকে। স্হানীয়রা তাকে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। 

ওই চেয়ারম্যান জানান; আম পাড়ার সময় তারা সেখানে ৪ জন ছিলেন। ২ জনের মৃত্যু ও একজন গুরতর আহত হয়েছে। আর বাকি আরেকজন সুস্থ আছেন। এখানে দুপুরের পর থেকেই আকাশে মেঘ ছিল। হঠাৎ করেই দমকা হাওয়া হতে থাকে এ সময় বজ্রপাতের আঘাতে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান পিআইও মওদুদ আলম খাঁ।

এদিকে নাচল থানার ওসি জানান; ঝড়ের সময় বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে ওই ফারজানার মৃত্যু হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com