Jun 7, 2021

চাঁপাইনবাবগঞ্জের লকডাউন নিয়ে যা বললেন ডিসি


জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন; লকডাউন বাড়বে কি কমবে এ বিষয় নিয়ে এখনো কোন কিছুই বলা যাচ্ছেনা। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্হানীয় প্রশাসনের সাথে কথা বলবো। সেখানের পরিস্থিতি সম্পর্কে জানবো। জেলা করোনা মোকাবেলা কমিটি বিকেল ৩ টায় আলোচনায় বসবো। সব জায়গায় করোনার সংক্রমণের হার নিয়ে পর্যালোচনা করে  যা সিদ্ধান্ত নেয়া হবে। সন্ধার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে প্রেসবিফ্রিং এর মাধ্যমের সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।

সোমবার (৭ জুন) বেলা ১১টায় আধুনিক সদর হাসপাতালের হল রুমে ব্যক্তি উদ্দেগ্যে জেলার ডেডিকেটেড করোনা ইউনিটে চিকিৎসা সরঞ্জামাদি দেয়ার এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। সে সময় সাংবাদিকরা লকডাউন নিয়ে প্রশ্ন করলে এমন উওর দেন।

করোনা সংক্রমণরোধে চাঁপাইনবাবগঞ্জে ২৫ মে ( মঙ্গলবার) থেকে চলছে লকডাউন। প্রথম দফা লকডাউন শেষে ৩১ মে ( সোমবার) ফের দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। সোমবার (৭ জুন) দ্বিতীয় দফার লকডাউনের শেষ দিন আজ।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com