Jun 1, 2021

চাঁপাইনবাবগঞ্জের কঠোর লকডাউন কঠোরই ছিলো


চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রোমণ রোধে কঠোর লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন।দ্বিতীয় দফা লকডাউনের আজ (১ জুন) পহেলা দিন।সকাল থেকেই জেলার গুরুত্বপূর্ণ মোড় গুলোতে পুলিশের চেক পোষ্ট ছিলো।বিনা কারণে ঘর থেকে বের হলেই পড়তে হচ্ছে জেরার মুখে।যারা প্রয়োজনে বের হচ্ছে তারা অবাধে রাস্তায় চলাচল করতে পারছে।

জেলা শহরের রাস্তাগুলো ছিলো সুনসান।সরজমিনে বিশ্বরোড, অক্টয় মোড়,সিসিডিবি মোড়, নয়াগলা মোড়,কোর্ট চত্তর,নিউ মার্কেট,গাবতলা,শান্তি মোড়, শিবতলা, বারোঘরিয়া বাজার ঘরে এমন চিত্র দেখা গেছে।

বিশ্বরোডে উসমান নামের এক পথচারিকে জিজ্ঞাসাবাদের জন্য চেকপোষ্টে দাড় করায় পুলিশ।তার কাছে ঘর থেকে বের হওয়ার কারণ জারতে চায় পুলিশ সদ্যসরা।ওই পথচারি সঠিক জবাব না দিতে পারার কারণে তাকে মুচলেকা দিয়ে বাড়ি ফিরিয়ে দেয়া হয়।

ফেরদৌস অনু নামের এক ক্যাবল (ইন্টারনেট) ব্যবসায়ী। তিনি আমার চাঁপাইকে জানান - “আমার জরুরী কাজের জন্য শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ এসেছি।কিন্তু লকডাউনের কারণে বারোঘরিয়ার থেকে আমার অফিস পর্যন্ত কোন গাড়ি পাইনি।আমাকে দীর্ঘ সময় নিয়ে পায়ে হেঁটে অফিসে যেতে হয়েছে।আমি হাটতে হাটতে খেয়াল করেছিলাম জেলা শহরের সবগুলা মোড়েই পুলিশের চেকপোষ্ট ছিলো।“

বারোঘরিয়ায় চেকপোষ্টের কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ জানান- “ আমি সকাল থেকেই এখানে ডিউটি করছি। শিবগঞ্জের দিক থেকে ব্যাটারি চালিত অটো আর ভ্যান খুব যাতায়াত করছে।আমাদের কারণে তারা জেলা শহরে প্রবেশ করতে পারেনা।সকাল থেকে মানুষের ভীড় দেখা যায়নি। তবে গতদিন গুলোর চাইতে আজকের দিনটি খুব কঠোর অবস্থানে আছে পুলিশ প্রশাসন।”

সিভিল সার্জন ডাঃ জাহিদ সজরুল চৌধুরী জানান- “গত ২৪ ঘন্টায় জেলায় এন্টিজেন টেষ্টে ১৬৮ জনের নমুনায় ১৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৮৩৭ জন।গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মোট করোনায় মারা গেছেন ৩৭ জন।মোট সুস্থ্য হয়েছে ১১১৯ জন।বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬৮১ জন।

তিনি আরোও জানান- ” জেলার করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ২১ জন।সোনা মসজিদ বন্দর হয়ে মোট ৮৭ জন বাংলাদেশি ফিরেছেন। তাদের মধ্যে ৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়।তাদেরকে আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।ভারতীয় করোনার ধরন ওই ৭ জনের বাড়ি চিহ্নিত করে তাদের বাড়িতে লাল পতাকা ঝুলানো হয়েছে।জেলায় বর্তমানে করোনা সনাক্তের হার ১০ দশমিক ৭৫ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com