May 4, 2021

চাঁপাইনবাবগঞ্জের মার্কেট গুলো থেকে স্বাস্হ্যবিধি উধাও


করোনার ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে চলছে কঠোর বিধিনিষেধ। চাঁপাইনবাবগঞ্জেযর মার্ককেট গুলোতে ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত শহরবাসী। বাইরে থেকে আসছে ক্রেতারাও। মার্কেটগুলোতে ঈদ কেনাকাটার সাথে সাথে বেড়েছে মাক্সের বিক্রি। কিন্তু মুখে না দিয়ে সেটা স্হান পেয়েছে থুঁতনিতে।কারো বা ব্যাগে কারো হাতে। আর স্বাস্হ্যবিধির নেই বললেই চলে। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মার্কেটগুলোতে এ চিত্র দেখা গেছে।

ফয়সাল মাহমুদ। তিনি জানান আমি মার্কেটে গেছিলাম অফিসিয়াল কাজের কারনে। আমি লক্ষ করলাম মাক্সের ব্যবহার বেড়েছে ঠিকই কিন্তু স্বাস্হ্যবিধি মানছে না কোন ক্রেতা।

একমাত্র শিশু তানভির। তার জন্য বাবা মা এসেছে ঈদের পসরা কিনতে। তারা জানান; সকালে ভেবেছিলাম লোকজন কম থাকবে।কিন্তু মার্কেটগুলোতে খুব খারাপ অবস্হা। লোকের ভিড়ে আর কিছুই কিনলাম না। চলে যাচ্ছি।

সাদ্দাম হোসেন তিনি একজন ক্রেতা। তিনি জানান; আমি মাক্স মুখে দিয়ে এসেছি। ঈদের জন্য বাজারও করতে এসেছি। কিন্তু স্বাস্হ্যবিধি মানে গায়ে গা ঠেকিয়ে,হুমড়ি গিয়ে গিয়ে দোকানীর সামনে মাক্স খুলে কথা বলা একটা কেমন স্বাস্হ্যবিধি।

মার্কেটের এক বিক্রেতা জানান; আমরা সর্বোচ্চ করছি। আমার দোকানের সামনে মাক্সও রেখেছি। করোনা ভাইরাসকেও আমিও ভয় পাই। কিন্তু আমরা স্বাস্হ্যবিধি মানতে কঠোর,ক্রেতাদের ঢিলেমি।

সচেতন নাগরিকরা বলছেন; সরকার যে কারনে বিধিনিষেধ আরোপ করেছে। যদি এরকম চলতে থাকে। তাহলে সুফল পাওয়া খুবই কঠিন। জেলায় গতকাল মঙ্গলবার সন্ধায় ৪২ জনের করোনা সনাক্ত হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com