May 30, 2021

চাঁপাইনবাবগঞ্জে এক করোনা রোগী আটক



চাঁপাইনবাবগঞ্জে আই.ই.ডি.সি.আর এর আইসোলশান থেকে পলাতক এক করোনা রোগীকে আটক করেছে জেলা এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স)। আটক করে তাকে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে সপোর্দ করেন তারা। পরে তাকে জেলা স্বাস্থ্য বিভাগ ২৫০ শয্যার হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে তাকে ভর্তি করা হয়। 

আজ রোববার (৩০ মে) বেলা ১১টায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুই ড্যাংয়ের বাথান বাড়ির এলাকা থেকে ওই করোনা রোগীকে আটক করা হয়। এ সংবাদটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন। ওই পলাতক করোনা রোগী একই ইউনিয়নের হোসেন ডাং এলাকার বাসিন্দা শাহ- আলম (২৮)।

সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী জানন; গোপন গোপন খবরের ভিত্তিতে জেলা এন.এস.আই. এর একটি টিম বাবুই ডাং এলাকায় অভিযান পরিচালনা করে। পলাতক অবস্হায় জঙ্গলের পরিত্যক্ত ছাউনির নিচ থেকে আটক করতে সক্ষম হয়। পরে তারা ওই পলাতক রোগীকে আমাদের ( জেলা স্বাস্থ্য বিভাগ) নিকট সপোর্দ করেন।

তিনি আরোও জানান; ওই ব্যক্তির গত বুধবার (২৬ মে) তার নমুনা পরিক্ষা করে করোনা সনাক্ত হয়। সে ঢাকার সিভিল সার্জনের অধিনের আই.ই.ডি.সি.আরের আইসোলশানে ছিলেন। সেখান থেকে সবার চোখ আড়াল করে পালিয়ে আসে চাঁপাইনবাবগঞ্জে। তার শরীরে করোনার কোন লক্ষন ছিলোনা। সে এখন জেলার করোনা ইউনিটে আইসোলশানে আছেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com