May 6, 2021

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (০৬ মে) বেলা ১১টার দিকে জেলা শহরের বিশ্বরোড মোড়স্থ হোসেন পেট্রোল পাম্পের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহী শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর-কারবালা মোড়ের যোবদুল ইসলামের ছেলে মিলন হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে সদর থানা পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত ট্রাকের নাম্বার যশোর -ট-১১-৩৯৫৫।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহ এখন মর্গে রয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com