চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর,মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে দুঃস্থ ক্যাডেট ও দরিদ্র অসচ্ছল জনগোষ্ঠী মাঝে ত্রাণ সহাযতা বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে সরকারী কলেজ মাঠে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
মহাস্থান রেজিমেন্টের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর শাহরিয়ায় শাকিল এ সহায়তা প্রদান করেন বিএনসিসির মহাপরিচালকের পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন; সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। বিটিএফও/২ লেঃ কর্নেল আশরাফুল ইসলাম, ও বিএনসিসির নবাবগঞ্জ সরকারি কলেজের পিআইও এনামুল হক। এ সময় মোট ৪০ জনের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

