May 26, 2021

চাঁপাইনবাবগঞ্জের লকডাউন শুধু শহরেই


চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ রোধে ৭ দিনের বিশেষ লকডাউন দিয়েছেন জেলা প্রশাসন। আজ বুধবার (২৬ মে) লকডাউনের দ্বিতীয় দিন। শহর গুলোতেই শুধু লকডাউন চলছে। হোটেল ,মুদিখানার দোকানসহ চায়ের দোকান পর্যন্ত খোলা ছিলো। কেউ দোকান খোলা রেখেছিলো পেছন দিক থেকে আবার কেউ প্রকাশ্যে। এছাড়াও লকডাউনের মধ্যে শাহবাজপুরের ত্রিমোহনীতে সাপ্তাহিক হাট বসেছে। জেলা শহর ও শিবগঞ্জ উপজেলা ঘুরে লকডাউনের এমন চিত্র দেখা যায়।


হাট বাজারেও মানুষের ভীড়।স্বাস্থ্যবিধির বালাই নেই।করোনাকে ভয় করে সাথে মাক্স সাথে থাকলেও যথার্থ স্থানে নেই বললেই চলে।কারো আছে হাতে;কারো থুঁতনিতে।কাঁচা বাজারে ফল ব্যবসায়ীরা আমের ঝুড়ি নিয়ে বসলেও সেখানে ভীড় দেখা যায়নি। শিবগঞ্জের কানশার্টের আম বাজারে মানুষ চোখে পড়ার মতো। মুখে মাক্স কেউ নাই তা জিজ্ঞেস করলেও করোনাকে তাচ্ছিল্য করছে।কেউবা বলছেন গরিব মানুষকে করোনায় ধরেনা।
 
জেলা শহরের ছোট যানবাহন গুলো না চললেও গ্রামা লে ঠিকই চলছে। এ দিকে খোঁজ নিয়ে জানা যায়; রহনপুর হয়ে প্রধান সড়কের বিপরীতে থাকা আম বাগান দিয়ে ছোট যানবাহন গুলো যাতায়াত করছে নওগাঁর নিয়ামতপুর সড়কে যা জেলা প্রশাসনের করা লকডাউনের বহির্ভূত।

আম ব্যবসায়ীদের জন্য এ বিশেষ লকডাউন কোন প্রভাব পড়েনি। আম বোঝায় গাড়িগুলো নির্বিঘেœ যাতায়াত করতে পারছে। এ বিষয়ে আম ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান- " লকডাউনের কারণে আমাদের আম বেচাকেনার কোন ব্যাঘাত ঘটেনি। আজকেও ঝড়ে পড়া ঝড়ে পড়া আমগুলো ঢাকায় পাঠিয়েছি"।
জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী জানান, "লকডাউনের প্রথম দিন জেলায় মোট ১৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে এন্টিজেন টেষ্টে ২২জন।  আরটি-পিসিআর টেষ্টে ১৩১ জন"।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান- “আমাদের জেলা প্রশাসনের ভ্রমমাণ আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।প্রথম দিনের স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে লকডাউনে ১১২ টি মামলায় প্রায় ৮৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা পর্যায়গুলো ইউএনওদের কঠোর হতে বলা হয়েছে।”
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com