গতকাল রোববার (৯ মে) ৬জনের বাড়িতে গিয়ে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদের মধ্যে একজন সদর উপজেলার ও বাকি ৫ জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা সকলেই যুবদের নেতা কর্মী।
অর্থিক
সহায়তা প্রাপ্তরা হলেন- শহীদ মিজানুর রহমান, শহীদ কামাল উদ্দীন, শহীদ নুরুল ইসলাম,
শহীদ বাঘা বাবু,, শহীদ সালাউদ্দিন, শহীদ নাসির উদ্দীন এর পরিবারকে এ সহায়তা প্রদান
করা হয়েছে।
এ সময় যুবদলের তবিউল ইসলাম তারিফ,আহম্মেদ আলী আহম্মেদ বাবু, সেলিম রেজা, পলাশ আহম্মেদ, সাগর আহম্মেদ আকবর আলীসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
