চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
ইসলামপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রহমান (৪২) নামে একজন নিহত হয়েছে। সে একই
এলাকার আলতাফ হোসেনের ছেলে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করে ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক
রেজওয়ানুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমির ড্রেন কাটাকে কেন্দ্র করে শুক্রবার
সকাল সাড়ে ৯টায় আব্দুর রহমান ও আমিরুলের সাথে প্রতিবেশী জালাল মেম্বারের কথা
কাটাকাটি হয়। এরই একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল
নিক্ষেপ শুরু হয়। এসময় আব্দুর রহমানকে লাঠি দিয়ে বেদম প্রহার ও ইট দিয়ে আঘাত করলে
তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং
গুরুতর আহত আব্দুর রহমানকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়; জমি-জমা নিয়ে পূর্বের জের ধরে আব্দুর রহমান( ৪২) মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি মোযাফফর হোসেন। তিনি জানান; থানায় খবর পাওয়ার পর, পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
