চাঁপাইনবাবগঞ্জে খুব কঠোর ভাবে লক ডাউন চলছে। পহেলা রমজানের দিন। বুধবার সকাল ১০টায় বিশ্বরোড,শান্তিমোড়,অক্টয় মোড়,নয়াগলা,সিসিডিবি,শান্তিমোড়,সোনার মোড় এসব এলাকায় হাতে গোনা কয়েকটা রিক্সা ছাড়া সব বন্ধ রয়েছে।
বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ দাড়িয়ে আছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়ি রাস্তায়ও দেখা যায়।
