Apr 6, 2021

চাঁপাইনবাবগঞ্জে প্রেম করে বিয়ে অতঃপর


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রেম করে বিয়ে করার পর; পারিবারিক কোলাহলের জের ধরে শশুর বাড়িতে শ্রী সুস্মিত (১৮) নামের এক তরুনী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুরে চককৃত্তি ইউনিয়নের বালুরচর এলাকায় ঘটনা ঘটে। সে রানীবাড়ি চাঁদপুর এলাকার শ্যামলের মেয়ে।

খোঁজ নিয়ে জানা যায়; বালুরচর এলাকার কানাই কর্মকারের ছেলে শ্রী বিশালের সাথে প্রেম করতো। গত ৭ মাস আগে তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কোলাহলের জের লেগেই থাকতো। আজ দুপুরে নিজের উপর বিরক্ত হয়ে ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ বিষয়টি জানলে; ঘটনাস্হলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। 

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান; থানার অপারেশন ওসি আব্দুল মালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঐ তরুনীর আত্মহত্যার পর থেকে শশুর বাড়ির লোকজন পলাতক আছে। এ মর্মে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com