Apr 7, 2021

চাঁপাইনবাবগঞ্জে লকডাউনেও ট্রাফিক জ্যাম


চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের বদলে সার্কিট হাউজ থেকে বিশ্বরোড পর্যন্ত ট্রাফিক জ্যাম লেগেছিলো। জ্যাম লাগার কারণ জানতে চাইলে এক ট্রাক চালক বলেন; বাস চালচল বন্ধের কারনে অটোর রাজত্ব বেড়েছে মফস্বলে। যেখানে সেখানে অটো দাড় করাচ্ছে,ট্রাফিক আইনের কথা বললা আমাদের উপর চড়া হয়।

বিশ্বরোড,শিবতলা,নিউ মার্কেট,অক্টয় মোড়,বাস স্টান্ড,শান্তিমোড়,বটতলা হাট,নতুনহাট,চরি,বারোঘরিয়া এসব এলাকায় দেখা যায় প্রায় সব ধরনের দোকান খুলেছে দোকানীরা।

সচেতন নারগীরকরা বলছেন; লকডাউন না সোডাউন বোঝা বড় দায়। মনে হচ্ছে করোনা মহামারী কিছু আছে বলে এরা জানতই না। স্বাস্থ্যবিধীর তো বালাই নাই। গত দুদিনে সংবাদ মাধ্যমকে জানিয়েছে জেলায় ৯০ জনকে মাক্স ও দোকান খোলা রাখার দায়ে জরিমানা করেছে।

জুডিশিয়াল মুন্সি শাখার দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হক। তিনি জানান; অনেক দোকানই আছে; যাদের খোলা রাখার প্রয়োজন নাই। তারাও দোকান খুলছে। সাবধান করা হয়েছে। এছাড়াও যারা সাবধানতার সুবিধা নিয়ে দোকানপাট খোলা রাখছে,তাদের জরিমানা করা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী। তিনি জানান; যারা এখনও টিকা নেইনি,তারায় ঝুঁকিতে আছে। জেলায় মোট করোনায় আক্রান্ত ৮৬১জন, মৃত্যু হয়েছে ১৪ জনের,সুস্থ ৮১০ জন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com