Apr 23, 2021

চাঁপাইনবাবগঞ্জে ‘মুভমেন্ট পাস’ ছাড়াই রাস্তায় মানুষ


চাঁপাইনবাবগঞ্জে ‘মুভমেন্ট পাস’ ছাড়াই রাস্তায় অনেক মানুষ রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছেন।শুক্রবার (২৩’এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের অনেক জায়গায় এ চিত্র দেখা গেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে সরকারের ঘোষণা করা তৃতীয় দফা লকডাউন চলছে। তবে জেলার অনেক সড়কে ভিন্ন চিত্র। কোথাও লকডাউনের নমুনা নেই। গত কয়েকদিনের চেয়ে আজ রাস্তায় মানুষের চলাফেরা বেশি। গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনই (প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা, কাভার্ডভ্যান) প্রায় অবাধে চলাচল করছে। বিভিন্ন সড়কে পুলিশের চেকপোস্ট থাকলেও কার্যত নিষ্ক্রিয় ছিলেন তারা।অনেক সময় তারা চেক পোষ্টে গল্প করতে মেতে উঠছে।

জেলা শহরের অক্টয় মোড়ে দেখা মিলে মারুফ নামের এক যুবকের। তার কাছে ‘মুভমেন্ট পাস’ সম্পর্কে জানতে চাইলে বলেন, এটা আবার কী জিনিস? তাকে ফের জিঞ্জাসা করা হলো কী কিারণে সে বাসা থেকে বের হয়েছেন, জবাবে সে বললো, অনেক দিন থেকে বাইরের বাতাস খাইনি।

এ সম্পর্কে প্রতিবেদকের সাথে আলাপকালে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাসির মাহমুদ বলেন, ‘লকডাউনে যেভাবে রাস্তায় যানবাহন চলছে, শুধু গণপরিবহন চলাচল বাদ আছে।সবকিছুই যখন চলছে গণপরিবহন বন্ধ রেখে লাভ কী? তা না হলে আমাদের মতো স্বল্প আয়ের মানুষের চলাচলে ভোগান্তি।আগে অফিস যাওয়া-আসার জন্য খরচ হতো ৫০-৫৫ টাকা। এখন হচ্ছে ১২০-১৩৫ টাকা।’

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য বলেন, মানুষ নানা প্রয়োজনের অজুহাতে বাইরে বের হচ্ছে। এখন তারা মুভমেন্ট পাস দেখার চেয়ে মাস্ক পরিহিত রয়েছে কি-না, তা দেখার ওপর জোর দেয়া হচ্চে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com