চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ১৭ জন আক্রান্ত হয়েছে।গতকাল শুক্রবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৫৪টি নমূনার পরীক্ষায় ১৭ জনের করোনায় আক্রান্ত হয়।আর করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে গত বৃহস্পতিবার আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সংবাদ টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
সিভিল সার্জন জানান, এদের ১৭ জনের মধ্যে
৮ জন পুরুষ ও ৯ জন নারী।সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।জেলায় মোট বর্তমানে
মোট করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৫ জন। তাদের মধ্যে মধ্যে ৮৩ জনই সদর
উপজেলার।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৯৩৬ জন ।এদের
মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন। গেলেন ১৫ জন। চিকিৎসাধীন রোগি আছেন ১০৫ জন।
